হরিশ্চন্দ্রপুর

ছেলের বায়না মেটাতে গিয়ে শ্রীঘরে বাবা

 

ছেলের শখ পূরণ করতে গিয়ে শ্রীঘরে ঠাই হল বাবার। বুধবার ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর থানার চন্ডি পুর এলাকায়। সমস্ত দিক ক্ষতিয়ে দেখার পাশাপাশি ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

    সিসিটিভি বসার পর থেকেই নাকা চেক পয়েন্টে জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর সেই নিরাপত্তা বলয়ে ফেঁসে শ্রী ঘরে গেলেন বাবা। পুলিশ সূত্রে জানা যায়, ছেলের পাখি মারার শখ। বাবার কাছে বায়না ধরেছিল একটি পাখি মারার বন্দুক নেওয়ার জন্য। ছেলের বায়না পূরণ করতে গিয়ে বিহারে গিয়ে এয়ারগান কিনে বাড়িতে ফিরছিলেন বাবা। কিন্তু বাংলা বিহার সীমান্তে নাকা চেক পয়েন্ট পার করতে গিয়েই ঘটল বিপত্তি। নাকা চেকিং-এ তাকে আটক করে। স্বপক্ষে তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। এরপরেই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। অস্ত্র আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আব্দুল কাদির। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার চন্ডিপুর এলাকায়। জেরায় জানা গেছে ছেলের শখ পূরণ করতেই তিনি নিয়ে আসছিলেন ওই এয়ারগান। তবে পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের এয়ারগান দিয়ে শুধু পাখি কেন মানুষও মারা যেতে পারে। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।